ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে নিয়ে কাজ করতে হবে: পরিকল্পনামন্ত্রী 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৭, ৪ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

এ দেশ সবার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত সুখী সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

শনিবার (৪ জানুয়ারি) সিরাজগঞ্জের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিএল উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তির দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অতীতে নানা কারণে দেশ পিছিয়ে থাকলেও বর্তমান সরকারের অধীনে দেশের সামগ্রিক উন্নয়নে নব জাগরণের হাওয়া বইছে। এক্ষেত্রে কেউ পিছিয়ে থাকবে না।’ 

তিনি বলেন, ‘অতীতে যেমন আদর্শ জাতি গঠনে সিরাজগঞ্জ বিএল স্কল ভূমিকা রেখেছে, আগামীতেও রাখবে।’

এ সময় স্থানীয় সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি